দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প সূত্রে জানা যায়, ১২ নভেম্বর উদ্ধোধন হলেও পর্যটকের জন্য ট্রেন চলাচল শুরু হবে নভেম্বরের শেষের দিকে। কালুরঘাটসহ কয়েকটি সেতু দুর্বল হওয়ায় সেখানে গতি কমিয়ে ট্রেন চালানো হবে। বাকি পথে ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলবে।

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল পিছিয়েছে কর্তৃপক্ষ।


ট্রেনটি রোববার দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে যাত্রা করার কথা ছিল।


দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের পরিচালক মো. সুবক্তগিন শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত সর্বোচ্চ প্রস্তুত যে ছয়টি বগি পটিয়ায় এনে রাখা হয়েছে, সেগুলো দিয়ে পরীক্ষামূলক ট্রায়াল সম্ভব নয়। তা ছাড়া কালুরঘাট সেতু পুরোপুরি প্রস্তুত হতে ২০ থেকে ২১ তারিখ পর্যন্ত সময় লাগবে। ওই তারিখের আগেই নতুন বগি চলে আসবে। হয়তো ওই সময়ে পরীক্ষামূলক যাত্রা শুরু করা যাবে।’


তিনি আরও জানান, ১৫ অক্টোবর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত পুরো রেলপথ পরিদর্শন করবেন। ওই সময় ১২ নভেম্বর উদ্বোধনসহ নানা বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে।


দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প সূত্রে জানা যায়, ১২ নভেম্বর উদ্ধোধন হলেও পর্যটকের জন্য ট্রেন চলাচল শুরু হবে নভেম্বরের শেষের দিকে। কালুরঘাটসহ কয়েকটি সেতু দুর্বল হওয়ায় সেখানে গতি কমিয়ে ট্রেন চালানো হবে। বাকি পথে ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024