শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফয়জুর রাজ্জাক আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা। সংবর্ধনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ইউএনও ফারুক আল মাসুদকে পদোন্নতিজনিত কারণে নীলফামারী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024