কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শির্ষক প্রশিক্ষণ।


বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক।


দুদক মহাপরিচালক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, দুদক চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসান, দুদক কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ- পরিচালক মনিরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


দুদক কক্সবাজার সমন্বিত কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেয়। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুদক ও প্রশাসনের ভূমিকা, দুদুকের অর্থায়নে পরিচালিত রচনা ও বিতর্ক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সততা স্টোর ও সততা সংঘ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। পরে প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024