গোসলে নেমে নিখোঁজের ২২ ঘন্টা পর কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে মোহাম্মদ সাগর (১৭) ফটোগ্রাফারের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার ভোরে সৈকতের কবিতা চত্বর জেলেরা মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পরিবার গিয়ে মরদেহটি উদ্ধার করে।


বিষয়টি  নিশ্চিত করেন বীচ কর্মীদের সুপারভাইজার মাহাবুব আলম।


তিনি বলেন, পরিবারসহ আমরাও কাল থেকে খুঁজাখুঁজি করে সাগরের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে ভোরে জেলেরা মরদেহ ভাসতে দেখে খবর দিলে পরিবার গিয়ে মরদেহটি উদ্ধার করে।


মঙ্গলবার (১০ অক্টোবর) মোহাম্মদ সাগর এবং ইয়াছিন আরাফাত নামের ফটোগ্রাফার দুই বন্ধু সমুদ্র সৈকতে গোসলে নেমে সৈকতের সীগাল পয়েন্টে ডুবে যায়। তখন ইয়াছিন আরাফাতকে উদ্ধার করা গেলেও মোহাম্মদ সাগরকে উদ্ধার করা যায়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024