আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ার ২
পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরন
করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ
কুমার এর নেতৃত্বে এএসআই মোঃ মারুফ কবির ও এএসআই মোঃ জিয়াউর রহমান অভিযান
চালিয়ে জিআর পরোয়ানা-১০৯/২৩ এর আসামী কাকবাসিয়া গ্রামের এবাদুল গাজীর ছেলে
ফরহাদ গাজী ও সিআর পরোয়ানা-২৩৫/২২ এর আসামী দরগাহপুর গ্রামের মৃত
বাছতুল্যাহ গাজীর ছেলে আকছেদ গাজীকে তাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করেন।