আশাশুনি উপজেলার বুধহাটায় অতিবৃষ্টিতে প্লাবিত কয়েকটি লোকালয় পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। রবিবার (৮ অক্টোবর) বিকালে তিনি বুধহাটা গ্রামসহ আশপাশের প্লাবিত এলাকা পরিদর্শন করেন। 

উপজেলা চেয়ারম্যান বলেন, বৃষ্টির পানিতে তলিয়ে থাকা রাস্তাঘাট, একাকার হয়ে যাওয়া খাল বিল, জলমগ্ন হওয়া কাঁচা পাকা ঘরবাড়ি, টয়লেট, সুপেয় পানির টিউবওয়েল সহ বসতবাড়ির প্লাবিত উঠান এর কারনে মানুষ মানবেতর জীবন যাপন করছে। বেতনা নদীতে পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে মানুষ।  বিষয়টি জানতে পেরে সরেজমিন অবস্থা দেখতে এসেছি। তিনি স্থানীয় গরিব অসহায়, ভ্যানচালক, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখের কথা শোনেন। বুধহাটা এলাকার অসহায় মানুষদের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর পক্ষে নিজস্ব ব্যক্তিগত তহবিল হতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় তিনি আরও বলেন, আমি বুধহাটা ইউনিয়নেরই সন্তান। আমার প্রতিবেশীরা জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করবে এটা আমি কখনোই মেনে নেবো না। যেভাবেই হোক জলাবদ্ধতার হাত থেকে বুধহাটা বাসীকে রক্ষা করা হবে। আমি আবারও আসবো, প্রয়োজনে অনুদান আরও দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কোন মানুষ গৃহহীন থাকবে না, পানিবন্দী থাকবে না, অনাহারে থাকবে না সেজন্য কিছু করতে আমাদের দায়বদ্ধতা রয়েছে। পরিদর্শনকালে বুধহাটা কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজদান আলী, মহিলা মেম্বার দোলন খাতুন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক হোসেন ঢালী, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, ইলেকট্রিশিয়ান রজব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন চন্দ্র পাল, তমেজ উদ্দিন গাজীসহ এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024