মুন্সি শাহাব উদ্দিনঃ- মুত্যু হল জীবনের সবথেকে নির্মম একটি সত্য। সুন্দর পৃথিবী থেকে একদিন সবাইকে বিদায় নিতে হবে। আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪.৪৫ মিনিটের সময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল হক চৌধূরী চট্টগ্রাম ইভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার পাঁচ ছেলে ও চার মেয়ে সহ এক স্ত্রী এবং অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রয়েছে। 

  আলহাজ্ব নুরুল হক চৌধূরী লোহাগাড়া কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি। তিনি কলাউজান ইউনিয়নের সিকদার পাড়ার আমিন বাড়ীর মরহুম ফয়েজ উল্লাহ আমিনের পুত্র। আজ আছরের নামাজের পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024