|
Date: 2023-10-06 03:43:43 |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কোনো দেশই হস্তক্ষেপ করছে না। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবেন জনগণ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কোনো দেশই হস্তক্ষেপ করছে না। আমাদেরকে ক্ষমতায় বসাবে জনগণ৷
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবরা অনেক সময়ই আগ বাড়িয়ে অনেক কথা বলেন। তাদের ওইসব কথায় আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারিত হবে না৷
নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে? সুষ্ঠু নির্বাচন তারা চাইতেই পারে।
© Deshchitro 2024