মঙ্গলবার( ৩ অক্টোবর)পর্যটন মেলা ও বীচ কার্নিভালের শেষ দিন।


প্রতিদিনের ন্যায় এদিনও থাকছে নানান আয়োজন।


এদিন বিকেলে ৩টায় থাকছে সেমিনার ও বিকেল ৪টায় পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান,রাত ৯টায় ফানুস উৎসব ও আতশবাজি।


এদিন সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল চিরকুট, রবি চৌধুরী সহ জাতীয় মানের শিল্পীরা।

সেই সাথে বিকেল থেকে কক্সবাজারের স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করবে।

এছাড়াও অনুষ্ঠান শেষে থাকছে ডিজে শো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024