|
Date: 2023-09-30 12:44:58 |
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ এক ওয়ারেন্টের আসামীকে
গ্রেফতার ককরেছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরন ককরা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এএসআই মারুফ কবির,
এএসআই সোহেল শেখ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ শ্রীউলা গ্রামের রজব
আলী সরদারের ছেলে তাজমিনুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে
থানায় নিয়মিত মামলা ২৯(৯)২৩ রুজু করা হয়েছে। পৃথক অভিযানে ননজিআর
পরোয়ানা-৭০/২৩ এর আসামী খাজরা গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে সিরাজুল ইসলামকে
তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন।
© Deshchitro 2024