কলমাকান্দায় "বারসিক" এর জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত



মোঃ ফরমান উল্লাহ,ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় কর্মরত বেসরকারী গবেষনা ও উন্নয়ন সংস্থা "বারসিক" এর উদ্যোগে লেঙ্গুরা ইউনিয়নের তারানগর গ্রামে সোমবার (২৫ সেপ্টেম্বর) আলোঘর বিদ্যালয়ে " প্রাণ-বৈচিত্র সংরক্ষণ ও কমিউনিটি ভিত্তিক জলবায়ু পরিবর্তন অভিযোজনা বিষয়ক এক দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন 'বারসিক" এর  রিজিওনাল সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং। সহকারী প্রশিক্ষক ছিলেন, কলমাকান্দা অফিসের কর্মসূচী কর্মকর্তা গুনঞ্জন রেমা।


এতে  ২৫ জন প্রশিক্ষণার্থী  অংশ গ্রহণ করেন

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024