|
Date: 2023-09-23 14:28:07 |
বন্ধুদের সাথে কক্সবাজারে বেড়াতে এসে বাড়ি ফেরা হলোনা নুরুল হুদা রাজু নামের এক পর্যটকের।
গেলো বৃহস্পতিবার বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে আসেন রাজু। হঠাৎ
হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শনিবার সকালে কলাতলীর হাইপেরিয়ান হোয়াইট প্লেস নামক হোটেলের ৩০৫ নাম্বার কক্ষে মারা যান তিনি।
হোটেলের দায়িত্বরতরা জানান, অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা খবর দেয় তাদের। পরে হোটেল কক্ষে গিয়ে মৃত দেখতে পান ওই গ্রাহককে।
পরে কক্সবাজার সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
© Deshchitro 2024