ডেঙ্গুর প্রকোপ ক্রমেই গুরুতর আকার ধারণ করছে রোহিঙ্গা ক্যাম্পে।সম্প্রতি কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা সবচেয়ে বেশি।


উখিয়ার কুতুপালংয়ের কয়েকটি ক্যাম্পে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।চলতি বছরের আট মাসে কক্সবাজার জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৩৮। এর মধ্যে ১০ হাজার ৯৭৭ জনই রোহিঙ্গা। এ পর্যন্ত মৃত ১৩ জনের মধ্যে ১১ জনই রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের হার জেলায় মোট আক্রান্তের ৮৬ শতাংশ।



এদিকে রোহিঙ্গারা জানায়, ক্যাম্পে যত্রতত্র বর্জ্য ফেলা এবং নালাগুলো পর্যাপ্ত পরিষ্কার না থাকার কারণে ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের।



কক্সবাজার সিভিল সার্জন অফিসের তথ্যমতে, উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৩-এ দুই হাজার ৪৭৫ জন, ক্যাম্প-৪-এ ৮২৯, ক্যাম্প-১/ডব্লিউ-এ ৮১৮, ক্যাম্প-৯-এ ৬১০, ক্যাম্প-১/ই-তে ৫১৫ ও ক্যাম্প ১১-তে ৪৮১ জনসহ চলতি বছরে ক্যাম্পে ১০ হাজার ৯৭৭ জন রোহিঙ্গা আক্রান্তের হয়েছেন।


এ ছাড়াও উখিয়ার স্থানীয় বাসিন্দারাও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গ রোগে, চলতি বছরে ২০৯ জন উখিয়ার বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।সম্প্রতি স্থানীয় গ্রামেও ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024