কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মো. মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সাব-মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়া ১৮নং ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে এই ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি ১৮ নং ক্যাম্পের সাব মাঝি হিসেবে দায়িত্বে ছিল।


বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলি।


তিনি জানান, নিহত আয়ুব মাঝি আরসা বিরোধী ছিল।আজ বিকেলে তার ঘরে ফেরার পথে ১৫-২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে সাব-মাঝি আয়ুব গুরুতর আহত ঘটনাস্থলে মৃত্যু হয়।

এই ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024