নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন দিবস মেলা উদ্ভোধন করা হয়েছে।


রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন দিবস মেলার উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম,উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী,  প্রাণি সম্পদ অফিসার কনিকা সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিবিএস অফিসার তাপস দেবনাথ, কৃষি অফিসার সাইফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।  মেলায় সরকারী বিভিন্ন দপ্তরের ১৬টি ষ্টলে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি প্রদর্শণ করা হচ্ছে।


মেলায় শতশত দর্শক বিভিন্ন ষ্টল ঘুরে দেখছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024