গতকাল ২৮ সেপ্টেম্বর ছিলো স্বাধীন বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এর ই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) ফরিদপুর জেলাধীন বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এক আনন্দ মিছিল এবং আলোচনা সভার আয়োজন করে। প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও সাধারন মানুষের অংশগ্রহনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সমগ্র মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে। এসময় মিছিলটি সামনে থেকে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুর্তজা তমাল ও সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী। মিছিলের শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুর্তজা তমাল। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলার গর্ব, সারা পৃথিবীর গর্ব। তার সুযোগ্য নির্দেশনায় আজ বাংলাদেশের এই অভাবনীয় উন্নয়ন। শেখ হাসিনার বিকল্প এই বাংলায় নেই। জননেতা আব্দুর রহমানের দিক নির্দেশনায় প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাবে ছাত্রলীগ।  তিনি সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024