কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা নারী-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -৯ ব্লক-সি এর কায়সারের স্ত্রী রশিদা বেগম(৫৫)।


সোমবার (১১ সেপ্টেম্বর)বেলা ১১ টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কে বালুখালী টিভি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।


বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।


ওসি বলেন, সোমবার বেলা ১১ টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় একজন রোহিঙ্গা শরনার্থী মহিলা গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো বলেন, মৃতদেহ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে। লাশের সুরতহাল এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024