গত ১১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫ ঘটিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছাত্র - শিক্ষক বিতর্কের আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন। 


বিতর্কের বিষয়: " নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস/ ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস'


মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, 

প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা 

উপ-উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


পক্ষ দল ( শিক্ষক) হিসেবে লড়াই করেন, 


প্রথম বক্তা : সিরাজাম মুনিরা

দ্বিতীয় বক্তা : তাবিউর রহমান প্রধান

দলনেতা: অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ



বিপক্ষ দল ( শিক্ষার্থী) হিসেবে লড়াই করেন,



প্রথম বক্তা : সাঈদুর জামান বাপ্পি,

সভাপতি, ব্রুডা

দ্বিতীয় বক্তা : মোঃ কামরুজ্জামান রানা

সাবেক সভাপতি, ব্রুডা

দলনেতা : মোছা: হুমায়রা আকতার সিফাত

সাবেক সভাপতি, ব্রুডা


বিতর্কে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে তাদের করা নিত্যদিনের সংগ্রামের কথা তুলে ধরেন। অপরদিকে শিক্ষকরা তাদের সুন্দর যুক্তি উপস্থাপন করে উক্ত অনুষ্ঠানকে গড়ে তোলে এক শিক্ষনীয় মঞ্চ।


উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন,


অধ্যাপক ড. মোরশেদ হোসেন

ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ।


ড. নজরুল ইসলাম

সহযোগী অধ্যাপক, 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।


পোমেল বড়ুয়া, 

সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা।


মো: মাহফুজুর রহমান শামীম।

সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা।


অতিথিরা তাদের বক্তব্যে এমন ব্যাতিক্রমী আয়োজনের প্রসংশা করেন এবং আশা রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন আগামী দিনে আরও চমৎকার আয়োজন বিশ্ববিদ্যালয়কে উপহার দিবেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024