আশাশুনিতে এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, রবিবার দিবাগত রাতে শ্রীকলস গ্রামে
অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় ওয়াদুদ গাজীর ছেলে আব্দুর রহমান গাজীকে হাতে নাতে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে আব্দুর রহমানকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ১৩(৯)২৩ নং মামলা রেকর্ড করা হয়েছে। 
এছাড়া জিআর পরোয়ানা-৫৮/২৩ (কালিগঞ্জ) এর আসামী মহাজনপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আকাশ ও সিআর পরোয়ানা-৪৬/১৫ এর আসামী নাকনা গ্রামের আঃ হাকিমের ছেলে মান্নানকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024