আশাশুনির শোভনালী ইউনিয়নের খলিসানি গ্রামের দাউদ গাজীর ছেলে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত মুকুল গাজী (৪৫) কে  গ্রেফতার করেছে আশাশুনি থানা পুলিশ। 

থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মুকুল গাজীকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি হোটেল থেকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, মুকুল কালিগঞ্জ থানার জিআর- ২৫০/২০০০ নং একটি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। দীর্ঘ ২৩ বছর ছদ্মবেশে বিভিন্ন স্থানে কাজ করতেন। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুকুল কে ওই দিন দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024