মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পিতা পুত্রের মৃত্যু হয়েছে।  গুরুতর আহত অবস্থায় মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 



বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বেলা ১:৩০ টার দিকে আশাশুনি ঘোলা সড়কের  কোডন্ডা কেরানি মোরে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস ও চালকে আটক করেছেন। 

সরেজমিনে গিয়ে জানা গেছে , আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের তারক সরকারের পুত্র সুব্রত সরকার বাপ্পি (৩০),  তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য  (৪) ও   তার স্ত্রী শ্যামলী সরকার মোটরসাইকেল যোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোডন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে আশাশুনিগামী ঢাকা মেট্রো জ ১১-১২৩৮ বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি ও পুত্র পবিত্র সরকার তূর্য  (৪) মারা যায় ও তার স্ত্রী গুরুতর আহত হয়। আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে ডেড বডি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং  স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। 

পুলিশ বাস ও বাসের চালক সাতক্ষীরা সদর উপজেলার মাফু মন্ডলের ছেলে নিজাম উদ্দিনকে আটক করেন। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন বৃহস্পতিবার দুপুরে সুব্রত সরকার বাপ্পি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে মোটরসাইকেলে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন ।  পথিমধ্যে কোদন্ডা এলাকায় পৌঁছালে ঘোঁলা থেকে  থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলে পিতা এবং পুত্র মারা যায় তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তার স্ত্রীকে আমরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।  ঘটনাস্থল থেকে আমারা বাস ও চালককে আটক করা হয়েছে ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024