বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর  ব্যবস্থাপনায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ২০২৩-২০২৪ বয়স ভিত্তিক অনুর্দ্ধ-১৪, ১৬ ও ১৮ প্রাক বাছাই কার্যক্রম সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়। প্রাক বাছাই কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন  জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান। এ ছাড়াও উপস্তিত ছিলেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  গোলাম মাওলা নকিব, জেলা পুলিশ সুপার মোহাম্মদ  শফিউর রহমান এবং জেলা ক্রীড়া সংস্থা এর  অনান্য সদস্য গন । বাছাই প্রক্রিয়া পরিচালনা করেন বরিশাল বিভাগীয় ক্রিকেট কোচ তাশরিকুল ইসলাম টুটাম।আরও উপস্থিত  ছিলেন পিরোজপুর জেলা ক্রিকেট দলের কোচ লিমন দে। সকাল থেকে বৃষ্টি কারনে মাঠ ভিজা থাকায় মূল মাঠে বাছাই  প্রক্রিয়া  সম্পন্ন  করা সম্ভব হয়নি, যার কারনে কংক্রিট উইকেট  এ বাছাই প্রক্রিয়া  সম্পন্ন  করা হয়।  জেলার বিভিন্ন  প্রান্ত থেকে প্রায় ৫ শতাধিক খেলোয়াড়রা প্রাক বাছই এ অংশগ্রহণ  করেছে বলে জানা যায়। মাঠে বাছাই এ অংশগ্রহন করা  খেলোয়াড়দের উপস্থিতি দেখে আপনি বলতে পরবেন না যে যুব সমাজ ক্রীড়াঙ্গন থেকে দূরে চলে গেছে। এদেশের মানুষ এখনো ক্রীড়া প্রেমী ।  হয়তো এদের মধ্য  থেকেই উঠে আসবে ভবিষ্যত  সাকিব -মুশফিক।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024