|
Date: 2023-09-06 09:15:18 |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন বলেই কি ড. ইউনূস আইনের ঊর্ধ্বে?
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে ড. জেবউননেছা রচিত ‘বেদনাতুর ১৯৭৫ এর আগস্টের শহীদের আলেখ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন সকলের জন্য সমান। কোন মানুষই দেশের প্রচলিত এই আইনের ঊর্ধ্বে নয়। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমন কী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাই নোবেল পুরস্কার পেলে কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, বাঙালি জাতির দুর্ভাগ্য যে যাদের হাতে রক্ত যারা খুনের ওপর দাড়িয়ে রাজনৈতিক দল গঠন করে তারা আবার কিছু ভোটও পায়। ৭০ সালের নির্বাচনেও ২৭ বা ২৮ শতাংশ ভোট নৌকার বিপক্ষে পরেছিল। আসলে তাদের প্রজন্ম রয়ে গেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান যখন দল তৈরি করে তখন সমস্ত প্রতিক্রিয়শীল শক্তি ও স্বাধীনতা বিরোধী শক্তিকে একত্রিত করেছিল। এখন সেই দল বড় বড় কথা বলে। এখন সেই দল রাত বিরাতে বিদেশীদের কাছে ধন্না দেয়। তাতে কোন লাভ হয় না। কেই তাদের তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার সমর্থন করে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ড. ইউনূসের ওপর আশ্রয় নিয়েছে।
তিনি আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আগমনই প্রমাণ করে বিশ্ব সম্প্রদায় সরকারের সাথে আছে। ভারতের সাথেও আমাদের সম্পর্ক অনেকেই ভালো।
© Deshchitro 2024