মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিনব্যাপী টি টেস্টিং এণ্ড কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম প্রমুখ। 


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে ১৬৭টি চা বাগান এবং প্রায় ৮ হাজার ক্ষুদ্র চা চাষী রয়েছেন। ১৬৭টি চা-বাগানের মোট আয়তন ২ লাখ ৭৯ হাজার ৪৩৯ একর। এরমধ্যে চা চাষাধীন জমি রয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১৫ একর। তারা আরো বলেন দেশে চায়ের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা শিল্প বিদেশে চা রপ্তানী করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ চা বোর্ড।


এরই ধারাবাহিকতায় গুণগতমানের চা উৎপাদন এবং উৎপাদিত চায়ের মান যাচাইয়ের জন্য দক্ষ টি টেস্টার তৈরির জন্য এ কোর্সের আয়োজন করেছে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট। প্রশিক্ষণে দেশের চা বাগানসমুহের সিনিয়র প্লান্টার্স, টি ভ্যালীর চেয়ারম্যান, ব্রোকার্স হাউজ প্রতিনিধি, চা ব্যবসায়ী, ব্যবস্থাপক,  সহকারী ব্যবস্থাপক, টি অ্যাসোসিয়েশন প্রতিনিধি, চা গবেষণা ইনস্টিটিউট ও পিডিইউ-এর চা বিজ্ঞানী-কর্মকর্তাসহ ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার,  সিলেট, হবিগঞ্জ, পঞ্চগড়, গোপালগঞ্জ, ফেনী থেকে চা-শিল্প সংশ্লিষ্ট প্রায় ১২০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024