মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার কতিপয়  শিক্ষক ও ছাত্র ছাত্রীদের  ২৯-০৮-২৩  ইং তারিখ নৌকা ভ্রমণের সময়  গানের তালে তালে নিত্য প্রদর্ষন নিয়ে মাদ্রাসার  প্রিন্সিপালকে উপজেলা শিক্ষা অফিস থেকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে । বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক নিশ্চিত করেন।

 এ বিষয়ে পরিচালনা কমিটি  আজ বুধবার ৩০-০৮-২৩ ইং তারিখ বেলা ১১ ঘটিকায় মাদ্রাসায় প্রিন্সিপালের কক্ষে সংশ্লিষ্ট ৪ জন শিক্ষক  কে কারন দর্শানো ও ৭ কর্মদিবসের মধ্যে  জবাব প্রদানের জন্য  সিদ্ধান্ত গৃহীত হয়।

 মাদ্রাসা প্রিন্সিপাল ও পরিচালনা কমিটি অনাকাঙ্ক্ষিত এ বিষয়ে ক্ষমা  সুন্দর দৃষ্টিতে দেখার জন্য  প্রশাসন সহ উপজেলা শিক্ষা অফিস এবং সর্বস্তরের মহলের প্রতি দুঃখ প্রকাশ করেছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024