|
Date: 2023-08-30 08:25:01 |
জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা টাকা খরচ করে। এ জন্য বেচাকেনা বেড়ে যায়। নির্বাচন উন্নয়নেরই একটি অংশ। তবে নির্বাচনের সময় আন্দোলনের নামে যদি নাশকতা, অগ্নিকান্ড, হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষতি হয়। সেই ক্ষতি দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ে। তাই এসব করা যাবেনা, সকল প্রকার বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সভা শেষে নিত্যপণ্যের বাজার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন- দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই তিন মাসে চালের দাম অনেক কমেছে, আর তেলের দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষনিক ভাবে পেঁয়াজ আমদানী করেছে। সুতারাং পেঁয়াজের দাম আর বাড়বেনা। বর্তমানে সার্বিক ভাবে দেখলে দেশের বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। তারপরও জিনিসপত্রের দাম যেন না বড়ে এবং কিভাবে দাম আরও কমানোর যায়, তার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার হল গণমানুষের সরকার। দেশের উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়নের জন্য এই সরকার যে ভূমিকা রাখছে তা সবাইকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে গেছে অন্য সরকারের আমলে তা সম্ভব হয়নি। জনগনের উন্নয়নকে আমরা আমাদের উন্নয়ন বলে মনে করি। তাছাড়া প্রধানমন্ত্রী হাওরের মানুষকে নিয়ে বেশি চিন্তা করেন। তাই এখানে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। যার সুফল এখানকার মানুষ পাচ্ছে।
জাতীয় মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানের পরিকল্পনামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ
© Deshchitro 2024