|
Date: 2023-08-25 13:15:36 |
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মালিককে না বলে মাছের ঘের থেকে ঘাস উঠানোর ঘটনা নিয়ে হামলায় ঘের মালিক রক্তাক্ত জখম হয়েছেন। আহত ঘের মালিকের নাম মিজানুর রহমান। তিনি গুনাকরকাটি গ্রামের আঃ ছাত্তার সরদারের ছেলে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দিবাগত রাতে ইউনিয়নের গুনাকরকাটি বিলে এ ঘটনা ঘটে।
গুনাকরকাটি গ্রামের আঃ ছাত্তার সরদারের ছেলে মিজানুর রহমান পাশের বিলে মাছের ঘেরে মাছ চাষ করে থাকেন। বৃহস্পতিবার সকালে তাকে না জানিয়ে একই গ্রামের হাতেমতাই গাজীর ছেলে ফারুক হোসেন মিজানুরের মাছের ঘের থেকে ঘাস উঠিয়ে নেয়। মিজান সন্ধ্যায় ঘেরে গিয়ে দেখেন তার ঘের থেকে ঘাস তুলে নেওয়া হয়েছে। খোজ খবর নিয়ে জানতে পারেন ফারুক তাকে না বলে ঘাস উঠিয়ে নিয়েছে। পরে ফারুককে পেয়ে তার মাছের খাদ্য ঘাস তাকে না বলে উঠিয়ে নেছে কেন? জানতে চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক বাঁশ দিয়ে মিজানুরের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হন। আহত মিজানুরকে দ্রুত বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দেখিয়ে স্থানীয় ক্লিনিকে নিয়ে বেশ কয়েকটি সেলাই দেওয়া ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গভীর রাতে তাকে সাতক্ষীরা সদর হগাতপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল
© Deshchitro 2024