শেরপুরের ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালের ফাঁসি এবং অপর সহযোগী মোশারফকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৫ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ফাকরাবাদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক মানুষ। ধর্ষক ফয়সাল ঝিনাইগাতী সদরের আব্দুল সামাদ ওরুফে নজরুলের ছেলে। সহযোগী মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট শনিবার উপজেলার পশ্চিম মানিককুড়া গ্রামে ফয়সাল তার নানার বাড়ীতে বেড়াতে আসে। ওইদিন বিকেলে প্রতিবেশী মোহাম্মদ আলীর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে এলে এসময় ফয়সাল তার খালাতো ভাই মোশারফের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এলাকার কতিপয় কিছু ব্যক্তি বিষয়টি ধামাচাপার চেষ্টা করলেও পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিকদের সহায়তায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং দ্রুত ফয়সালকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মমিন হোসেন, ইমান আলী মুন্সি ও তানজিৎসহ অনেকেই। বক্তারা ধর্ষক ফয়সালের ফাঁসি এবং সহযোগী মোশারফকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024