|
Date: 2023-08-24 13:36:12 |
আশাশুনি সদরে পুকুরে (মাছের ঘেরে) গোসল করতে নেমে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতবরনকারী কিশোরের নাম রমিত মন্ডল (১৯)। সে আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামের নিমাই মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
দয়ারঘাট গ্রামের নিমাই মন্ডলের ছেলে রমিত কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। গ্রামের মানুষ মাছের ঘেরে একটি স্থান পুকুর হিসাবে ব্যবহার করে গোসল করে থাকে। দুপুর ২ টার দিকে রমিত সেখানে গোসল করতে অসুস্থ বিধায় একটু পাশে গোসল করতে বলে। সে পাশে গোসলে নেমে আর না উঠায় সেখানে থাকা লোকজন বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে পানিতে নেমে দেখেন তার দেহ নিথর হয়ে গেছে।
© Deshchitro 2024