দেশের ৩০তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৮ সালে রংপুরে প্রতিষ্ঠা লাভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই অঞ্চলের দ্বিতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। ৭৫ একরের এই ক্যাম্পাসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৮ হাজার জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত রয়েছে। অপূর্ব সৌন্দর্যে পরিপূর্ণ ও পরিবেশবান্ধব এই ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় যেনো সবসময় মুখর থাকে। 


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান হল সংখ্যা ৩টি। ২টি হল ছেলে এবং একটি মেয়েদের জন্য বরাদ্দকৃত। এই ৩টি হলে বর্তমানে প্রায় ১৫০০ জন ছাত্রছাত্রী থাকেন।  মর্ডান-পার্কের মোড় সংলগ্ন এলাকায় এই বিশ্ববিদ্যালয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা ও সেবা ধর্মী প্রতিষ্ঠান। তবে দুঃখের বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নেই কোনো দোকানপাট। আবাসিক হলের শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাড়ি দিতে হয় প্রায় ৬৫০ মিটার। এতে তাদের প্রতিদিন পোহাতে হয় চরম ভোগান্তি। বৃষ্টির দিনে কিংবা প্রখর রোদে শিক্ষার্থীদের কাছে এ যেনো এক অভিশাপ। 


বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও চায়ের টং না থাকাকে ভালো চোখে দেখছেন না সাধারণ শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগের মতে, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হয়।



এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আবাসিক হলের এক শিক্ষার্থী প্রশ্ন তোলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দোকান চাই। আমাদের কষ্টের বেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেনো উদাসীন?" নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন,"আমরা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি। তারা সবুজ সংকেত দিয়েছে। তবে বিভিন্ন বাধাবিপত্তি কাটিয়ে বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠছে না। আশা করি খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।"


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024