|
Date: 2023-08-21 17:17:46 |
মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)- লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে চার মাদ্রাসা ছাত্র রেলপথে ঘুরতে গেলে ছিনাতাই এর শিকার হন। তাদের সাথে থাকা মোবাইল ফোন ও বিকাশ একা্উন্ট-এর পিন কোড দিয়ে দুই হাজার পাঁচশত টাকা ছিনতাইকারীরা নিয়ে নেই। ঘটনার কিছু সময়ের মধ্যে লোহাগাড়া থানা পুলিশ কতৃক ঘটনায় জড়িত তিনজনকে ধরতে সক্ষম হয়। ছিনতাইকারীরা কিশোর গ্যাং এর সদস্য বলে জানা যায়
পুলিশ গত রবিবার ১১.৩০ এর সময় আধুনগর এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেনঃ- বড়হাতিয়া এলাকার শামসুল আলমের পুত্র দিদারুল ইসলাম, মাহাবুবুর রহমানের পুত্র জোবাইর, ইমরানের পুত্র ইব্রাহিম। পুলিশ এসময় তাদের নিকট হতে দুটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করেন।
ঘটনার সুত্রে জানা যায়, ১৮ আগাষ্ট আধুনগর ইসলামিয়া মাদ্রাসার আবাসিকের চার ছাত্র রেলপথ বেয়ে মাদ্রাসায় যাওয়ারকালে পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাদের পথ আগলে সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেই এবং মোবাইলের বিকাশ একাউন্ট পিনকোড জোর পুর্বক নিয়ে দুই হাজার পাঁচশত টাকা নিয়ে নেই। তারা বিষয়টি মাদ্রাসা সুপারকে জানালে সাথে সাথে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর তিন ছিনাতইকারীকে ধৃত করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট হতে মোবাইল ফোন দুটি ও টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করিলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ আদালতে প্রেরণ করা হয়।
ইতিপূর্বে লোহাগাড়ায় কিশোর গ্যাং এর অবৈধ কর্মকান্ড নিয়ে মানুষ শংকিত ছিল। কিন্তু লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব রাশেদুল ইসলাম এর এক ঘোষণায় এখন কিশোর গ্যাং এর আড্ডা ও অবৈধ কর্মকান্ড প্রায় কমে গেছে।
© Deshchitro 2024