|
Date: 2023-08-19 01:51:37 |
কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের জন্য তিনি আরো এক হাজার বছর পর্যন্ত কারাবাস সহ্য করতে প্রস্তুত রয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধানের আইনি দলের সদস্য উমিয়ার নিয়াজি, অ্যাটক কারাগারে তার সাথে সাক্ষাত করতে গেলে এ কথা বলেন ইমরান খান।
ইমরান খানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উমিয়ার নিয়াজি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন, যদিও তিনি দাড়ি বড় করেছেন।
গত ৫ আগস্ট ইমারান খানকে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বিক্রি থেকে আয় গোপন করার জন্য তিন বছরের কারাদণ্ড দেয় একটি দায়রা আদালত। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।
ইমরান খানকে উদ্ধৃত করে নিয়াজি বলেন, ‘জেলে সুযোগ-সুবিধা না দেয়া নিয়ে আমি চিন্তা করি না। আমাকে এক হাজার বছর জেলে রাখলেও কিছু যায় আসে না, তবে আমি এর জন্য প্রস্তুত কারণ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’
আইনজীবী আরো বলেন, তাকে (ইমরান খান) আজ একটি আয়না এবং শেভিং কিট দেয়া হয়েছে।
নিয়াজি জানিয়েছেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও ছয়জনের একটি দলের মধ্যে শুধুমাত্র তাকেই ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছিল। তাই জেলারের এ আচরণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে, ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ইমরান খানের জামিনের শুনানি করবে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো ১৪০ টিরও বেশি মামলার মুখোমুখি হচ্ছেন ইমরান খান।
© Deshchitro 2024