|
Date: 2023-08-18 13:02:20 |
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া কলেজ অনেক স্বপ্ন ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে এলাকার শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আকাঙ্খা নিয়ে এগিয়ে চলেছে। এলাকার বিদে্যুাৎসাহী ব্যক্তিবর্গের আন্তরিকতা ও সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে কলেজের অগ্রযাত্রা একবুক আশা সঞ্চারিত করার আভাস দিয়ে দিপ্তমান হয়ে অগ্রগামি হতে দেখা যাচ্ছে।
আশাশুনি সদরে সরকারি কলেজ, পাশে মহিলা কলেজ দীর্ঘদিন মাধ্যমিকের গন্ডি পেরুনো শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জল করার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু কলেজ দুটির আসন সংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সদস্যার কারন হয়ে দেখা দিয়েছে। সংগত কারনে চাপড়া গ্রামে সুন্দর পরিবেশে নতুন কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করে চাপড়া কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন স্থানীয় শিক্ষানুরাগী ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ। দীর্ঘ পরিকল্পনা, আলোচনা, চিন্তার ফসল হিসাবে ২০২২ সালে কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু করা হয়। ধীরে ধীরে পরিকল্পনা বাস্তবায়নের চুড়ান্ত পর্যায়ে ২০২৩ সালে এসে প্রয়োজনীয় কলেজ অফিস কক্ষ ও ক্লাস রুম নির্মানের কাজ শুরু করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম, বুধহাটা ইউপি চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, কলেজ গভর্ণিং বডির সভাপতি প্রভাষক আছাদুল হক নির্মান কাজ উদ্বোধন করেন। ইতিমধ্যে নির্মান কাজ অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। ২০২৩-২৪ সেশানে ক্লাস শুরুর পরিকল্পনা মাথায় রেখে ইতিমধ্যে কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। গত ৪ মে যশোর বোর্ডের কলেজ পরিদর্শক মদন মোহন দাশ কলেজ পরিদর্শনে আসেন এবং পরবর্তীতে কলেজ পরিচালনার অনুমোদন প্রদান করেছেন। কলেজের সর্বশেষ অবস্থা দেখতে গত ৫ আগষ্ট আবারও কলেজে আসেন কলেজ পরিদর্শক মদন মোহন দাশ। এবার তিনি পাঠদানের অনুমতি দিবেন বলে সবাই আশাবাদী। কলেজের ক্লাস পরিচালনা সুচারু ভাবে অব্যাহত রাখতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা কলেজের অধ্যক্ষসহ ৯ জন শিক্ষককে নিয়োগ প্রদান করেছেন।
অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান জানান, কলেঝ পরিদর্শকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল কাজ যথাযথ ভাবে পরিচালনা করা হচ্ছে। আমরা দ্রুততার সাথে কলেজকে শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে অনুমোদন সাপেক্ষে ছাত্রছাত্রী ভর্তির কাজ করার প্রত্যাশা মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছি।
© Deshchitro 2024