|
Date: 2023-08-17 15:08:53 |
কক্সবাজারের এক হকার ব্যবসায়ীকে প্রকাশ্য ছুরিকাঘাত করে পালিয়েছে দূর্বৃত্তরা।
বুধবার (১৬ আগষ্ট) সন্ধা সাড়ে ৬ টার দিকে প্রধান সড়কের ইসলামী ব্যাংকের পাশে এই ঘটনা ঘটে।
হামলায় আহত আজিজ জানান,তিনি প্রতিদিনের মত রাস্তার পাশে বসে মালামাল বিক্রি করছিলো।হঠাৎ ৩,৪ জন ছেলে মদ্য পান করে এসে আজিজের কাছ থেকে চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় তার মালামাল গুলো নালায় ফেল দেয় এবং তার পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আজিজ অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
দোকান মালিক ফেডারেশনের সদস্য মো:হাশেম জানান শহরে এখন নতুন আতংক ছিনতাকারী।
আজিজকে যারা ছুরি মেরেছে তাদের আইনের আওতায় আনান দাবী জানান।
এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি নিচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
এদিকে তথ্য বলছে কক্সবাজারের গেলো ১ মাসে ছিনতাইয়ের শিকার হয়েছে শতাধিক মানুষ।
© Deshchitro 2024