বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান বিদ্যালয়ে নিজস্ব কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বিদ্যালয়ের বৃক্ষের ডাল কর্তনের অভিযোগ, মিডিয়ায় প্রকাশিত প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম, সম্পত্তি আত্নসাৎ বিষয়ে ব্যাখ্যা প্রদান পূর্বক এক মতবিনিময় সভার আয়োজন করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন ২০১৫ সালের ২৮ জানুয়ারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের প্রচেষ্টায় বিদ্যালয়টি সরকারি করণ হয় ২০১৭ সালের ২৩ আগষ্ট।
বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখা, শিক্ষার মান উন্নয়ন, সম্পত্তি রক্ষা, নিরাপত্তা বজায়রাখা সহ ভাবমূর্তি উজ্জল করার কার্যক্রম করতে যেয়ে এলাকার কিছু সংখ্যাক লোক প্রতিপক্ষের ন্যায় আচারণ শুরু করেন এবং বাধার সৃষ্টি করেন। ২০১২ সালে বিদ্যালয়ের গেট সংলগ্ন জায়গাটিতে তৎকালিন ম্যানেজিং কমিটি আয় বর্ধনের জন্য দোকানঘর নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সাতজন ব্যক্তি নামে দোকানঘর বরাদ্দের সিদ্ধান্ত হলেও তৎকালিন কমিটি দোকানের কিছু কাজ করলেও শেষ করতে পারেননি। প্রধান শিক্ষক জানান, পুনরায় দোকান ঘরের কাজ শুরু করতে গেলে সাতজনের একজন বরাদ্দের আবেদন করলে তৎকালিন কমিটি দিতে অপারগতা প্রকাশ করলে প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মহলে বিভিন্ন অনিয়মের কথা বলে অভিযোগ করেন। যা তদন্ত কমিটি কোন রুপ সত্যতা পাননি ও বাদি হাজির হননি। এ অবস্থায় বিদ্যালয়ের অভ্যন্তরিণ বৃক্ষের ডাল কর্তন বা অন্যান্য অভিযোগ এনে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয় যা বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ ক্রমে গেট থেকে শিক্ষক সমিতির ঘর পর্যন্ত প্রাচীর নির্মান করা হয়েছে। তিনি বিষয়টি সত্যতা যাচাই পূর্বক সঠিক সংবাদ প্রকাশ করার জন্য আহব্বান জানান। এ সময় অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিট, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষক মন্ডলী ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024