• বরিশালের বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
    আগস্ট মাস শোকের মাস। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিবেন আনুমানিক ৪২ বিশেষজ্ঞ চিকিৎসক।
    উক্ত মেডিকেল ক্যাম্প আগামী ১৮ ও ১৯ আগস্ট  শুক্র ও শনি বার ২ দিন ব্যাপী অনুষ্ঠিত হইবে।
    এ মহতী উদ্যোগে প্রতি বছর বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে বিপুল সংখ্যক রোগী। উপকৃত হচ্ছে হাজার হাজার মানুষ।
    এই মহৎকাজের উদ্যোক্তা বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। প্রতি বছরের এমন উদ্যোগে আলোরন সৃষ্টি হয়েছে বানারীপাড়ায়
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024