কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।


আজ মঙ্গলবার (১৫আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত বৃদ্ধ কক্সবাজার সদরের ঝিলংঝার পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করার কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।


তিনি স্থানীয়দের বরাতে বলেন, পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিল। রাতে পাহাড়ের মাটির ছোট একটা অংশ ধসে ছিল। ওটা পরিষ্কার করার জন্য সে পাহাড়ের নিচে যায়। ঐ ধসে পড়া মাটি গুলো সরানোর সময় আরো একটি পাহাড়ের মাটি এসে তার উপর পড়ে। এতে সে সমাধি হয়ে যায়। পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে দেখা হয়। তারা ও হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024