|
Date: 2023-08-13 13:33:21 |
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধ,পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া, পাহাড় কাটা বন্ধ,মাদক পাচার প্রতিরোধ, নিত্যপণ্যদ্রব্যের বাজার দর সহনীয় রাখতে ভ্রামম্যমান আদালত পরিচালনাসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে একযোগে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা ও করণীয় বিষয়ে জোরালো ভাবে করতে হবে প্রচার-প্রচারণা। যাতে সাধারণ মানুষ আরো সচেতন হয়।
এ ছাড়া ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের কথাও জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সভাপতি এভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,ডেপুটি সিভিল সার্জন ডা মহিউদ্দীন মো আলমগীর, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এর আগে চোরাচালান মামলা মনিটরিং, নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত মামলার মনিটরিং,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024