|
Date: 2023-08-12 14:54:03 |
নারীর কাছেই একজন পুরুষের মানসিক শান্তি থাকে।
নারী চাইলেই একজন পুরুষকে দুনিয়ায় জান্নাতের সুখ দিতে পারে। আবার চাইলেই একজন পুরুষের জীবন নরক করে দিতে পারে।
নারীকে তুমি যতবেশি ভালোবাসবে নারী তার চেয়ে শতাধিক ভালোবাসা ফিরিয়ে দিবে। আর নারীকে অবহেলা করলেই নারী পথরের চেয়েও কঠিন রূপ ধারণ করবে।
নারী হলো কাদা যুক্ত মাটির মতো।
কাদা মাটি দিয়ে যেমন নানা রকম
আসবাবপত্র তৈরি করা যায়।
নারীকে ঠিক ভালোবেসে যেমন ভাবে
গড়বে, নারী ঠিক সেভাবেই তৈরি হবে।
লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024