উখিয়ার পালংখালীতে অভিযান চালিয় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা।


শনিবার (১২ আগস্ট) ২ টার দিকে পালংখালীর আঞ্জুমান পাড়ায় খায়ের ঘের নামক স্থানে এই অভিযান করে ইয়াবাসহ হাতে নাতে তাদের আটক করা হয়।


আটককৃত মাদককারবারী আঞ্জুমান পাড়ার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আরফাত (২০) ও একই এলাকার মোঃ আব্দু ছালামের ছেলে মোঃ সিফাত (১৯)।


কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদককারবারি মায়ানমার থেকে ইয়াবা এনে ক্রয় বিক্রয় করবে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি চৌকস অভিযানিক টিম তাদের লক্ষ করে অভিযান চালাই এতে হাতে নাতে তাদের মাদকসহ গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024