|
Date: 2022-08-05 14:24:33 |
আশাশুনিতে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শেখ কামালের জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, নির্বাচন অফিসার, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, প্রভাষক মিজানুর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এনজিও মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ। এর আগে হল রুমের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপজেলা প্রশাসন, আশাশুনি সরকারি কলেজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি পুস্পমাল্য অর্পন করেন।
© Deshchitro 2024