বানিয়াচংয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভুমি) মো.নাজমুল হাসান।


মঙ্গলবার (৮আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী লাখাই উপজেলার তাজুল ইসলামের পুত্র নজরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো.নামজুল হাসান।


অভিযানে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024