|
Date: 2023-08-07 14:24:32 |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ফুটেছে নয়নাভিরাম "নয়নতারা" ফুল।এই ফুল যেন কেন্দ্রীয় মসজিদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে হাজারগুণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্থাপনা গুলোর মধ্যে অন্যতম সুন্দর কেন্দ্রীয় মসজিদ, প্রতিবছর বাহারি গুলে সুশোভিত হয় মসজিদ প্রাঙ্গণ। কিন্তু অধিকাংশ ফুল শীতে ফোটে ও গ্রীষ্মকালে তা মরে যায় বলে এই সময়টা সচরাচর ফুলের সমাগম খুব বেশি চোখে পড়ে না।
কিন্তু এই সময়ে মসজিদ প্রাঙ্গণ জুড়ে সৌন্দর্য ছড়াচ্ছে এই নয়নতারা ফুল গুলো। এছাড়াও মসজিদ প্রাঙ্গণে ফুটে রয়েছে রক্ত বর্ণের লাল রঙ্গন।
© Deshchitro 2024