|
Date: 2023-08-06 15:47:55 |
খেলার উপকরণ ও পোশাকের বিশাল সমাহার নিয়ে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটে তারেক স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। সত্ত্বাধিকারী হাজী মো. তারেক আজিজের সার্বিক ব্যবস্থাপনায় রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দোকানটির উদ্বোধন করা হয়।
দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. শরীফুল্লাহ আতিক। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও মিলাদ পরিচালনা করেন, হাফেজ মো. মোস্তফা কামাল। এরপর ফিতা কেটে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এ সময় অতিথি হিসাবে এ্যাড. রিয়াদ হোসেন মুনতাসির, হকার্স মার্কেট সমিতির সদস্য ফারুক হোসেন, আমজাদ হোসেন, ব্যবসায়ী ইয়াছিন, জে.এইচ. টিপু, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, প্রকৌ.আসাদুজ্জামান শুভ, ফার্মাসিস্ট মাহফুজুর রহমান জিলান, সঞ্জয় রায়, অনিক সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তারেক স্পোর্টসে সব ধরনের ফুটবল, ক্রিকেট বল, টেনিস বল, ব্যাট, গ্লাভস্, ট্রফি, ক্যাডস্ (জুতা), জার্সি, টাউজারসহ খেলার সকল উপকরণ, পোশাক ও পুরস্কার সামগ্রী পাওয়া যায়।
© Deshchitro 2024