বরিশালের বানারীপাড়া বাস স্টান্ডে দুপুর থেকে বরিশাল - বানারীপাড়া- স্বরূপকাঠি রুটে বাস ঢোকা বন্ধ করে দিয়েছে চালকরা।
বানারীপাড়া বাসস্ট্যান্ডটি দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা। ভুক্তভোগীরা জানিয়েছেন সংস্কারের কোন উদ্যোগ কখনই দেখেননি। তারমধ্যে কয়েক দিনের বৃষ্টি আরো বেড়েছে খননা-খন্দ।
৬ আগস্ট বরিবার মুশলধারে বৃষ্টিতে বাসস্ট্যান্ডের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাওয়ায় স্টান্ডে আসা দুটি বাসের কিছু যন্ত্রাংশ ভেঙ্গে যায়। এতে দুপুর থেকে কোন বাসই স্ট্যান্ডে ঢুকছে না। বরিশাল থেকে এসে টিনএনটির মোর থেকে চলে যাচ্ছে স্বরুপকাঠী, বিপরীত দিক থেকে আসা গারি গুলোরও একই অবস্থা। এতে শুরু হয়েছে এ রুটের যাত্রীদের দূর্ভোগ। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বানারীপাড়া বাসস্টান্ডের এই সীমাহীন দূর্ভোগ হতে পরিত্রান চায় বানারীপাড়া - বরিশাল - স্বরুপকাঠী সহ ঢাকাগামী যাত্রীরা।
বাসচালকগন জানান, স্ট্যান্ডের সমস্যা সমাধান না করলে দ্রুত সংস্কার কাজ না করলে আমরা গাড়ি স্ট্যান্ডে ঢুকাব না। এ ছাড়াও জানান, স্ট্যান্ডে ঢুকলে বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে ফলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ সমস্যা সমাধানে দ্রুত বানারীপাড়া বাসস্ট্যান্ডের খানাখন্দ ভরাট করে গাড়ি নিরাপদ ভাবে চলাচল করার ব্যাবস্থা করা একমাত্র পথ। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট সচেতন মহলের আবেদন যাতে নিরাপদ ভাবে গাড়ি চলাচল করার ব্যাবস্থা গ্রহন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024