কবিতার নামঃ থেকে যেও

লেখাঃ জাকারিয়া আহমেদ 


আবছা আলোয় ঝাপসা চোখে বদ্ধ ঘরে যখন;

একলা মনে খুব গোপনে উঁকি দিও তখন।

বৃষ্টি দিনে তুমি বিনে একলা লাগে বড়;

খালি মনে উচ্চ ভিরে কষ্ট হয় জড়ো।

সন্ধ্যাকালে ঝড়ের হুঙ্কারে ঢেউ আসে মোর তিরে;

মায়া হলে আড়াল নিয়ে জাপ্টে ধরো ফিরে।

সূর্য গেলে রাত্র এলে আধার জাগে মনে;

মশাল হাতে আলো সাথে এসো কালো বনে।

কালো বনে তোমার আলোয় জ্বলবে নানা রঙে;

ফেরার রঙে সর্বক্ষণে ছুয়ে দিবো ঢঙে।

ছোয়া পেয়ে হেলা মনে উঠবে তুমি মেতে;

লজ্জা পেয়ে একটু কেঁপে ছুটবে কোথাও যেতে।

বলব আমি,"ও প্রেয়সী! যাবে কোনদেশে?"

"লাজুক বেশে মুচকি হেসে থেকে যেও শেষে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024