|
Date: 2023-08-05 10:46:38 |
কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি । আজ শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে আসার খবরে এই অভিযান চালানো হয়। বিজিবির আভিযানিক দল বাসটি তল্লাশি করে লাগেজ ক্যারিয়ারে রাখা একটি ব্যাগের ভেতর থেকে মালিকবিহীন হেরোইনগুলো জব্দ করতে সক্ষম হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
© Deshchitro 2024