সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামনগর ফুটবল একাডেমির আয়োাজনে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উভয় দলে দেশি ও  বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে যার এক দিকে ছিল শ্যামনগর ফুটবল একাডেমী এবং অপর দিকে গাজীর হাট ফুটবল একাদশ।
 
ফাইনাল খেলার উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য  এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি ও  শ্যামনগর সদর ইউপির  চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ।

 এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিকার আলী মেহেদী লিটন, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ জাবের হোসেন, আওয়ামীলীগনেতা সোহেল রানা বাবু, জাহাঙ্গীর হোসেন লাভলু, পতিত পাবন মন্ডল, ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ।

খেলা পরিচালনা করেন তৈয়বুর রহমান বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন জাহাঙ্গীর কবির ও ইলিয়াস হোসেন। ফাইনাল খেলায় গাজীর হাট ফুটবল একাদশ ২-০ শূন্য গোলে জয় লাভ করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024