শিরোনামঃ আষাঢ়ে সন্ধ্যাবেলা
লেখাঃ জাকারিয়া  আহমেদ 

মেঘে ঢাকা আকাশ 
আবছা অন্ধকার চারপাশ
নিশ্চুপ সন্ধ্যাবেলা।
হঠাৎ মেঘের গর্জনে 
ভেঙে গেলো নিরবতা 
বরিষে জল হয়ে ফোঁটার মেলা।

রাশি রাশি বৃষ্টির ফোঁটা 
আকাশে বিদ্যুৎ চমকানো
থমকে থাকা সন্ধ্যাবেলা।
অন্য গাঁয়ের দোকানটায় 
থমকে আছি আমি পথিক
কিভাবে নীড়ে ফিরবো আমি একলা?

ঠাঁই নেই এখানে
ফিরতে হবে নীড়ে
ফিরবো এখনি মুছে সব হেলা।
শুকনো তালপাতায় মাথা ঢেকে 
ছোট রাস্তা পেড়িয়ে, মাঠে
চলছে হেঁটে চলা।

বাতাসে আষাঢ়ে ফুলের ঘ্রাণ
সবুজ মাঠের কোমল
ঘাসের বুকে হেটে চলা।
প্রকৃতিতে হারিয়ে গেছি
আকাশ চমকানোর আলোয়
দেখে বৃষ্টিস্নাত তরুর পাতার দোলা।

থেমেছে বৃষ্টি,মেঘ গেছে দূরে 
জমেছে পানি বিলে
নব রূপে সেজেছে এই বাংলা।
আধারে হারিয়ে গেলাম
আসুক তব আবার ফিরে
এমন আষাঢ়ে সন্ধ্যাবেলা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024