|
Date: 2023-07-30 13:56:01 |
কক্সবাজারের সদর উপজেলার সরকারি কলেজ গেইটের কাছে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। অপরদিকে উখিয়া থানা পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এছাড়া কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ-বিয়ার জব্দ করেছে।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন আজ রবিবার সকাল ১০টার দিকে বিজিবির একটি টিম গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস কক্সবাজার সরকারি কলেজ গেইটের কাছে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। বিজিবি সদস্যরা বাসের যাত্রী মোহাম্মদ সেলিমমের ব্যাগ তল্লাশি চালিয়ে ১ কেজি ৯৫৫ গ্রাম হেরোইন জব্দ করে। পরে হেরোইন পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে। তার বাড়ি চকরিয়া উপজেলায় বলে জানিয়েছেন বিজিবি।
অপর দিকে উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন ভুট্টো (২৪) নামের চিহ্নিত এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ জুলাই) সকালে নিজ বাড়ি রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠার করইবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, নুরুল আমিন ভুট্টো তালিকাভুক্ত মাদককারবারী। চার মাস পূর্বে জেল থেকে বের হয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নুরুল আমিন ভুট্টোর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে।
© Deshchitro 2024